odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ২০:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ২০:২৫

যাত্রাবাড়ী, ঢাকা | ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ওসি কামরুজ্জামান তালুকদার। দায়িত্ব নেওয়ার পরই তিনি মাদকবিরোধী অভিযান জোরদারের উদ্যোগ নেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন।

ওসি কামরুজ্জামান একান্ত সাক্ষাৎকারে জানান, যাত্রাবাড়ীকে মাদকমুক্ত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন,

“মাদক আমাদের সমাজের জন্য নীরব ঘাতক। আমার প্রথম অগ্রাধিকার যাত্রাবাড়ীকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।”

তিনি মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সতর্ক করে দেন—না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, শিগগিরই বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হবে। সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে এবং স্কুল-কলেজ এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে যাত্রাবাড়ী খুব শিগগিরই মাদকের অভিশাপ থেকে মুক্ত হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: