odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫
জামায়াত আমির ডা. শফিকুর রহমান: ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ বাস্তবায়নে ছাত্রসংসদের ভূমিকায় জোর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান: “নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ বাস্তবায়নের দায়িত্ব ছাত্রসংসদদের”

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ২৩:৩৯

অধিকার পত্র ডটকম :

জামায়াত নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নেতৃত্ব এমনভাবে গড়ে উঠবে ও পরিচালিত হবে যাতে ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়ন সম্ভব হয়। তিনি ছাত্রসংসদ নেতাদের সততা, একাডেমিক উৎকর্ষ ও জাতীয় দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান। (স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ৭ নভেম্বর)

 সংবাদ 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর নতুন নেতৃত্ব এমন ভাবে গড়ে উঠবে ও পরিচালিত হবে যাতে সমাজের স্লোগান ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ ছাত্রসমাজের মাধ্যমে বাস্তবায়িত হয়। তিনি সোমবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে দেখা গেছে নির্বাচিত ছাত্রনেতারা অনেক সময় উন্নয়নমূলক কাজে জড়িত না থেকে অসৎ উপায়ে সুবিধা ভোগ করেছেন। তাই বর্তমানে ছাত্রসংসদগুলোতে সততার মান শতভাগ দেখার দাবি জানান তিনি এবং কোনোভাবে পতন সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন।

তিনি নির্বাচনে অংশীদার প্রতিটি দলের নেতা-কর্মীকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি জাতির অনেক প্রত্যাশা রয়েছে। ‘আপনারা শুধু ক্যাম্পাস সীমাবদ্ধ ভালো করবেন না; জাতির স্বপ্নসাথী হয়ে সেই স্বপ্ন ধারণ ও বাস্তবায়ন করতে হবে’—জোর দিয়ে বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তরুণরা কীভাবে আগামীর বাংলাদেশ গড়বে তার প্র্যাকটিস বা রিহার্সেল হচ্ছে ছাত্রসংসদের মাধ্যমে; তাই তরুণনির্ভর একটি দেশ দেখতে চান তিনি। প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে একাডেমিক উৎকর্ষতার কেন্দ্রে পরিণত করার জন্য ছাত্রসংসদকে প্রথম অগ্রাধিকার হিসেবে কাজ করার নির্দেশ দেন তিনি এবং বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বর্জিত হয়ে যাচ্ছে—এটি নিয়ে ছাত্রসংসদকে উদ্যোগী হতে হবে।

ভবিষ্যৎ নেতাদের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, ‘একজন নাগরিক হিসেবে তোমরা নিজেকে বড় নেতৃত্বের জন্য তৈরি করবে; দেশের ককপিটে তোমাদের বসাতে আমরা চাই। আমরা পেছন থেকে দোয়া ও সমর্থন করব; ভুল করলে কানে কানে সংশোধন করাবো; কথাবিরুদ্ধ হলে সম্মানের সঙ্গে পদবঙ্গ করে সরিয়ে দেবো—তবে প্রথমত তোমাদের প্রস্তুত থাকতে হবে।’ তিনি শেষটায় নির্ধারণী আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, তোমরা পারবে এবং নতুন বাংলাদেশ গড়বে।’

 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন—ছাত্রসংসদই হবে ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ গঠনের ধারক; সততা, একাডেমিক উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিন। (সূত্র: জাগো নিউজ)
Slug (URL): jamayat-amir-dr-shafiqul-rahman-chhatro-songshod-2025

 



আপনার মূল্যবান মতামত দিন: