 
                                তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিংস বিশ্বব্যাপী তাদের কারখানাগুলোতে পণ্য রপ্তানির লক্ষ্যে বাংলাদেশে একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ এখানে একথা জানান।
৬০ বিলিয়ন ডলারের তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কামাল এবিক্লিওগ্লু ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই পরিকল্পনার ঘোষণা দেন।
এসময় তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে ফাতিহ বলেন, বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে।
দেশে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে আছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।’
অধ্যাপক ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।
প্রধান উপদেষ্টা বলেন, ‘তুরস্ক, ইউরোপ ও সারা বিশ্বে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করুন।’
তিনি বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। ‘এটি সহজেই একটি সামগ্রিক বিনিয়োগ কেন্দ্র হতে পারে।’
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সভায় উপস্থিত ছিলেন।

 
                                                    -2017-03-24-11-44-39.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: