
বিদ্যুৎ সঞ্চালন সম্প্রসারণ ও বীমা খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার দু’টি চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এবং বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান এই চুক্তি সই করেন।
৪৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ সঞ্চালন পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং লোডশেডিং কমাতে সাহায্য করবে। এর আওতায় কুমিল্লা, নোয়াখালীসহ বৃহত্তর চট্টগ্রামের একটি অংশ রয়েছে। এর ফলে ২ লাখ ৭৫ হাজার আবাসিক ও ১৬ হাজার কৃষি সংশ্লিষ্ট গ্রাহক নতুন সংযোগ পাবে।
আপনার মূল্যবান মতামত দিন: