গত ২৯ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বোর্ডের মেয়াদ বৃদ্ধি করে গত ১৬ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের একটি আদেশ জারি করা হয়েছে।
নবম মজুরি বোর্ডের কার্যপরিধি ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সংবাদপত্র ও বার্তা সংস্থার সাংবাদিক ও কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। ১৩ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। এছাড়া ওয়েজবোর্ডে সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী এবং শ্রমিকদের সমসংখ্যক প্রতিনিধি রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য মন্ত্রণালয় নবম সংবাদপত্র মজুরি বোর্ডকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: