odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

বাংলাদেশ দল নিজেদের মানিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজে

odhikarpatra | প্রকাশিত: ১১ June ২০২২ ০৪:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১১ June ২০২২ ০৪:৩৭

 ইন্ডিজ সফররত  বাংলাদেশ ক্রিকেট দল সেখানকার  কন্ডিশনের সঙ্গে   মানিয়ে নিয়েছে।  কয়েকভাবে ভাগ হয়ে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ। গত শুক্রবার টাইগার দলের প্রথম বহর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগেভাগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়া মোমিনুল-শান্ত-জয়দের। আগেভাগে ওয়েস্ট ইন্ডিজ যাওয়াতে সুবিধা দেখছেন বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে সেখানকার কন্ডিশনের মানিয়ে নিয়েছে দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপলোড করা একটি ভিডিওতে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। একটা পজিটিভ দিক ছিলো যে, আমরা কিছুটা  আগে ভাগেই  এসেছি কয়েকজন। আগে আসার কারনে যেই জিনিসটা হয়েছে, যেহেতু অনেক দূরে বাংলাদেশ থেকে, জেট ল্যাগের যে ব্যাপারটা ছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিম করেছি, একটু মজার গেমসও খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ছিলো সেটি খুবই ভালো হয়েছে।’
গতকাল ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলনে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে টাইগাররা। প্রথম দিনের অনুশীলনে পুরোদমে ফিল্ডিং-বোলিং-ব্যাটিং দিয়ে গা গরম করেছে ক্রিকেটাররা।
আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ দিয়ে আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করার লক্ষ্য বাংলাদেশের, বলে জানান শান্ত।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আজ প্রথম অনুশীলন সেশন ছিল আমাদের। খুব ভালো অনুশীলন হয়েছে, আমরা ভালো ফিল্ডিং-ব্যাটিং সেশনও করেছি। এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছি। সামনে আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো।



আপনার মূল্যবান মতামত দিন: