odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাসের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ April ২০২৩ ১০:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ April ২০২৩ ১০:৩২

সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রমজান মাসের প্রথম দিন থেকেই রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। সেহরি বা ইফতারী তৈরির সময় এসব এলাকায় গ্যাস একদমই থাকছে না। শুধু রাজধানী নয় আবাসিক গ্যাস সংযোগ রয়েছে এমন জেলাগুলোতে একই অবস্থা।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ধানমন্ডি জিগাতলা, মিরপুর, খিলগাঁও, শাহজাহানপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাসের সংকট চলছে।গত সপ্তাহে এক অনুষ্ঠানে জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, চলমান সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়িয়েছে। 

এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে রাজধানীর টিকাটুলি, মালিবাগ, শাহজাহানপুর, মগবাজার, আজিমপুর, লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, মধুবাজার, হাজারীবাগ, মিরপুর, এলিফ্যান্ট রোড, মতিঝিল, সেগুনবাগিচা, মানিকনগর, যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, ওয়ারিসহ পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় বাসিন্দারা রমজানের প্রথম দিন থেকেই গ্যাস সংকটের কথা বলছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: