odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন আগামী ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ April ২০২৩ ০৩:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ April ২০২৩ ০৩:৫০

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেবেন আগামী ২৪ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন ও ক্ষণ সম্পর্কে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব।

দুই বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরি সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। পরদিন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সাহাবুদ্দিন। এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন। 



আপনার মূল্যবান মতামত দিন: