odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

অনুমতি ছাড়া সেন্টমার্টিনে যেতে পারবে না পর্যটকরা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৫ September ২০২৪ ২৩:০৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৫ September ২০২৪ ২৩:০৩

প্রধান প্রতিবেদক:

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করতে হলে রেজিষ্ট্রেশন করতে হবে এমন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল হামিদ বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরমধ্য সেন্টমার্টিনে সীমিত পর্যটক সমাগমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। এ কারণে কেউ সেন্টমার্টিন গেলে তাকে রেজিস্ট্রেশন বা অনুমতি নিতে হবে। বিশেষ করে দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে।”

তিনি বলেন, “পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি। নদীগুলো দূষণমুক্ত রাখার জন্য ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।”



আপনার মূল্যবান মতামত দিন: