odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

জাতিসংঘে সভাপতির পদ ছাড়ল বাংলাদেশ, ফিলিস্তিনের সমর্থনে কূটনৈতিক নজির

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ২৩:৫১

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াল বাংলাদেশ। এ বছর ফিলিস্তিনও একই পদে প্রার্থিতা ঘোষণা করায় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে বরং সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক বন্ধুত্ব ও নৈতিক অবস্থানেরই প্রতিফলন। তিনি বলেন, “আমরা ফিলিস্তিনকে প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু ও মিত্র হিসেবে দেখি।”

সরকারি সূত্র বলছে, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ শুধু ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকেই শক্তিশালী করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে নৈতিক কূটনীতির উদাহরণও স্থাপন করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: