বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২৩ নভেম্বর ২০২৫
রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম–খতিব পরিষদের জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন—কোরআন ও সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো আইন করা হবে না; অতীতে হয়ে থাকলে তা বাতিল করা হবে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে “আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সেটি বাদ দিয়েছিল”—যা ভবিষ্যতে পুনর্বহাল করা হবে বলে জানান তিনি।
ইমাম–খতিবদের সাত দাবি উপস্থাপন
সম্মেলনে ইমাম–খতিবদের পক্ষ থেকে সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
- উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো ইমাম–খতিব বা আলেমকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না
- মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ–পানির বিল মওকুফ
- জাতীয়–জেলা–থানা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম–খতিবদের সম্পৃক্ততা
- সরকারি মসজিদ, স্কুল–কলেজ ও কাজির পদে দাওরায়ে হাদিস সনদধারী আলেমদের অগ্রাধিকার
- মাদক, যৌতুক, সুদ, ঘুষবিরোধী সমাজ সংস্কারমূলক কার্যক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা
সালাহউদ্দিনের বক্তব্য:
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন—পূর্ববর্তী “আওয়ামী ফ্যাসিবাদী অবৈধ সরকার” আলেম–খতিবদের হয়রানি করেছে।
তিনি বলেন—
“উপযুক্ত প্রমাণ ও প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেপ্তার করা যায় না। আগের সরকার দাড়ি–টুপি–আলেমদের টার্গেট করে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ এখন নেই।”
তিনি আরও বলেন—
- বিএনপি মদিনার ইসলামে বিশ্বাস করে
- দেশের সব ফিরকা–ফেতনা বন্ধ করতে হবে
- মসজিদে যেন রাজনৈতিক কার্যক্রমের ছাপ না থাকে
উপস্থিত ছিলেন যাঁরা
এই জাতীয় সম্মেলনে বক্তব্য দেন—
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
- জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
- গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
- বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী
- ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি
- হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ইমাম–মুয়াজ্জিন–খতিব অংশ নেন।
ইমাম–খতিব সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেন—বাংলাদেশে কোরআন–সুন্নাহবিরোধী কোনো আইন থাকবে না, আগে হয়ে থাকলে বাতিল করা হবে। সম্মেলনে ইমাম–খতিবদের সাত দফা দাবি তুলে ধরা হয়।
#SalahuddinAhmed #ImamConference #BangladeshPolitics #BNP #IslamicLaw #কোরআনসুন্নাহ #অধিকারপত্র #BreakingNewsBD

আপনার মূল্যবান মতামত দিন: