odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 24th November 2025, ২৪th November ২০২৫
তৌহিদী জনতা’র মবই ব্যর্থতার প্রমাণ, দেশের রাজনৈতিক প্লাটফর্ম ঘুরপাক খাচ্ছে দুই বছর

“ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ”— মোমিন মেহেদী

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৭:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৭:৫৭

 

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

নতুনধারা বাংলাদেশ এনডিবি–র চেয়ারম্যান **মোমিন মেহেদী** বলেছেন,

“যেখানে-সেখানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে মব-উঠানামাই প্রমাণ করে যে ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ। বাকি ১ ভাগ সফলতা কেবল তাঁর নিজের প্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করা।”

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডের **বিজয় মিলনায়তনে** জাতীয় স্বেচ্ছাসেবকধারার প্রশিক্ষণ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাউন্সিলের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক **মনির জামান**।

 

“৩ মাসের সরকার দুই বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে”**

মোমিন মেহেদী বলেন—

* ইউনূস সরকার জাতিকে **এক নয়, দুই নয়— শতভাগে বিভক্ত** করেছে
* তাদের মেয়াদ মাত্র **৩ মাস** হওয়ার কথা থাকলেও এখন মনে হচ্ছে তারা আরও **দুই বছর** রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে ঘুরিয়ে–ফিরিয়ে রাখার পরিকল্পনায় রয়েছে
* এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, ফেইক ধর্মীয় নেতার উত্থান—সবই বেড়েছে
* সবচেয়ে উদ্বেগজনক হলো, সরকারের রাজনৈতিক খেলায় **দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি**, অথচ সরকারের কোনো উদ্বেগ নেই

*জামায়াত–শিবিরের বক্তব্যে ক্ষোভ**

কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দ জামায়াত নেতাদের
“পুলিশ-প্রশাসনকে ডোমেইন করার”**
বক্তব্যকে ঘৃণা ভরে নিন্দা জানিয়ে বলেন—

* যুদ্ধাপরাধী ও স্বাধীনতা–বিরোধীরা আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে
* ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ ধর্ষণের ইতিহাস ধামাচাপা দিতে চায় তারা
* অথচ তারা কখনোই বাংলাদেশ বা স্বাধীনতার পক্ষে ছিল না

নেতারা অভিযোগ করেন—

“৮৬৫ হত্যাকাণ্ডের অভিযোগে ২৫টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্ম নিষিদ্ধ করা হলে— লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে কেন নিষিদ্ধ করা হবে না?”**

**অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন**

* গাজী মনসুর, প্রেসিডিয়াম মেম্বার
* শান্তা ফারজানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান
* চন্দন সেনগুপ্ত, ভাইস চেয়ারম্যান
ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: