odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 24th November 2025, ২৪th November ২০২৫
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম রাজনৈতিক শক্তির সমাবেশ, নির্বাচন বানচালের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

জামায়াতের আমির শফিকুর রহমান ও শাহজাহানকে গ্রেফতারের দাবিতে ৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৬:১৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৬:১৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম**

জামায়াতের আমির *শফিকুর রহমান* ও সাবেক এমপি *শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের দাবিতে আগামী  ৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টা, জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি(এম)।

এ উপলক্ষে দলীয় জেলা–থানা–ওয়ার্ড–ইউনিয়ন কমরেডদের সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়েছে এবং জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধুপ্রতিম সংগঠন, ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকেও এই মহাসমাবেশে যোগদান করতে অনুরোধ করা হয়েছে।

“যুদ্ধাপরাধীদের গ্রেফতার না করলে নির্বাচন বিপন্ন হবে”— সিপিবি(এম)**

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—

* ১৯৭১ সালে গণহত্যা, নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে।
* কিন্তু তারা এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং ক্ষমতা দখলের নতুন পরিকল্পনা করছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জামায়াতের সাবেক এমপি **শাহজাহান চৌধুরী** নিজেই ঘোষণা দিয়েছেন—

“ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পুলিশ প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে।”

এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সিপিবি(এম) বলেছে—এটি জাতির জন্য সরাসরি হুমকি।

*“আল্লাহর আইনের নামে দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চলছে”**

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়—

* ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই জামায়াত আবারও পাকিস্তানমুখী রাষ্ট্রব্যবস্থা চাপিয়ে দিতে চায়
* গণভোট, পিআর পদ্ধতি, সংবিধান সংস্কার—এসব দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করছে
* দেশি–বিদেশি অপশক্তির সহায়তায় ক্ষমতা দখলের পরিকল্পনা করছে তারা

“প্রকাশ্যে প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতির ঘোষণা—এটি ক্ষমা করা যায় না”

দলটির অভিযোগ—

* ১৯৭১ সালের মতোই আবারও বড় ধরনের ষড়যন্ত্র চলছে
* ক্ষমতা দখলের জন্য নতুন করে সহিংসতার পরিকল্পনা রয়েছে
* বিশ্ববিদ্যালয়গুলোতে জালিয়াতি ও শক্তির মাধ্যমে দখলদারিত্ব শুরু হয়েছে
* প্রশাসনের একটি অংশকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে

এছাড়া তারা উদ্বেগ জানায় যে,
**জামায়াত আবারও গণহত্যার পথ বেছে নিতে পারে**, যদি তাদের রাজনৈতিক পরিকল্পনা সফল না হয়।

“বাম হাত দিয়ে জিভ টেনে ছিঁড়ে ফেলার” হুমকি—ঘৃণ্য উস্কানি

সাম্প্রতিক এক বক্তব্যে আমির শফিকুর রহমান যেভাবে জনগণকে হুমকি দিয়েছেন “বাম হাত দিয়ে জিভ টেনে ছিঁড়ে বাম পায়ের নিচে ফেলবে”—

সিপিবি(এম) এটিকে **গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে ভয়াবহ উস্কানি** হিসেবে উল্লেখ করেছে।

“নির্বাচন বানচালের অপশক্তিকে প্রতিহত করা এখন জাতীয় কর্তব্য”**

দলটি বলেছে—

* জনগণ মানবিক কারণে তাদের রেখে দিয়েছে, কিন্তু তারা এখন ক্ষমতা দখলের অপচেষ্টা করছে
* নির্বাচনে তাদের জনসমর্থন নেই
* তাই **পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণ**, পাকিস্তানমুখী রাষ্ট্রে রূপান্তর ও “৫০ লাখ মুজাহিদ” আনয়নের মতো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে

৬ ডিসেম্বরের জাতীয় সমাবেশে যোগদান ও সহায়তার আহ্বান**

বিজ্ঞপ্তিতে দেশবাসীর উদ্দেশে সিপিবি(এম) বলেছে—

“এই অপশক্তি যেন কোনোভাবে নির্বাচন বানচাল করতে না পারে—এই দায়িত্ব এখন জাতির। আমরা সকল দেশপ্রেমিক নাগরিককে দল–মত নির্বিশেষে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

তারা আরও জানিয়েছে—

* দলের আর্থিক অবস্থা দুর্বল
* তাই দেশ–বিদেশের দেশপ্রেমিক নাগরিকদের আর্থিক সহযোগিতা প্রয়োজন
* প্রয়োজন হলে কল বা মেসেজে সরাসরি যোগাযোগ করা যাবে

**যোগাযোগ:**
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: **০১৭১১১৭৪৯৩৬**
**কমরেড এম এ সামাদ**, সভাপতি, সিপিবি(এম)

শেষে ঘোষণা দেওয়া হয়—

“জামায়াত–শিবির–রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়”—
৬ ডিসেম্বর সমাবেশে যোগ দিন, অপশক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন।**

 



আপনার মূল্যবান মতামত দিন: