odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 24th November 2025, ২৪th November ২০২৫
গণভোটের দাবিতে জনতার ঐক্য ও সমাজতান্ত্রিক ফ্রন্টের সাংবাদিক সম্মেলন — ডিসেম্বরে গণভোট না হলে গণআদালতে যাওয়ার ঘোষণা

ডিসেম্বরের মধ্যেই গণভোট চাই: রাজনৈতিক সংকট সমাধানে ১৮ দফা নিয়ে স্পষ্ট বক্তব্যের দাবি

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৬:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ১৬:০৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম**

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে “গণভোটের দাবিতে জনতার ঐক্য ও বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট” যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছে।
সভায় সভাপতিত্ব করেন **বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া** এবং সঞ্চালনা করেন **সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশিদ**।

এসময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন,
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি মোস্তফা কামাল,
সাধারণ সম্পাদক এস এম হানিফুল কবির,
যুগ্ম সম্পাদক এম এম ওবাইদুল্লাহ,
কেন্দ্রীয় সদস্য আশরাফ আরেফীন,
গণঅধিকার পার্টির চেয়ারম্যান হোসেন মোল্লা,
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

“বাংলাদেশ ক্রান্তিলগ্নে—১৫ মাস পার হলেও জনগণের প্রত্যাশিত পরিবর্তন আসেনি”

নেতৃবৃন্দ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার **১৫ মাস পার করলেও** জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো কাঠামোগत বদল ঘটেনি।
তারা বলেন—

* প্রতিবেশী দেশের দিক থেকে স্বাধীনতা–সার্বভৌমত্বের ওপর হুমকি বাড়ছে
* প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের বিষয়ে **আস্থার সংকট** রয়েছে
* সংবিধান থাকবে কি নতুন সংবিধান হবে—এ বিষয়ে স্পষ্ট ঘোষণা নেই
* “ক্রিমিনাল রাজনৈতিক গোষ্ঠী” নিষিদ্ধ করার দাবিও এখনো অমীমাংসিত

--- **ডিসেম্বরের মধ্যেই গণভোট দাবি**

নেতৃবৃন্দ জানান,

*সাম্যবাদী ফ্রন্ট ৪ অক্টোবর ২০২৫*

*জনতার ঐক্য ৫ নভেম্বর ২০২৫*

মোট *১৮ দফা* বিষয়ে গণভোটের দাবি উত্থাপন করেছে।
কিন্তু সরকার এগুলোতে কোনো সিদ্ধান্ত দেয়নি।

তাদের দাবি:

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে গণভোট করতে হবে**
নভেম্বরের মধ্যেই গণভোটের দিন চূড়ান্ত করে ঘোষণা দিতে হবে**

-*জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ**

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারপ্রধান **১২ নভেম্বরের বক্তব্যে** সংবিধান সভা, পার্লামেন্ট নির্বাচন ও গণভোট **একই দিনে ফেব্রুয়ারি ২০২৬**–এ করার কথা বলেন এবং জুলাই সনদের ৮৪ ধারাকে পরিবর্তন করে “হ্যাঁ/না ভোট” গ্রহণের ইঙ্গিত দেন।
তাদের মতে—

“জামায়াত ও সরকারপ্রধান জুলাই সনদের মাধ্যমে গণভোটকে দফারফা করতে চাইছেন।”

*অন্যথায় জনগণকে নিয়ে গণআদালতের পথে যাওয়ার ঘোষণা**

নেতারা বলেন:

“ডিসেম্বরের মধ্যে গণভোট ঘোষণা না হলে আমরা জনগণকে সাথে নিয়ে বিষয়গুলো গণআদালতে উপস্থাপন করব।”

তারা আরও জানান, বাংলাদেশের জনগণই রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম, তাই জনগণের পক্ষ থেকেই এই দাবি উত্থাপন করা হচ্ছে।

-



আপনার মূল্যবান মতামত দিন: