odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

বিসিএস ২৪তম ব্যাচ আর্তমানবতার সেবায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ April ২০২০ ২৩:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ April ২০২০ ২৩:০৬

 

আর্তমানবতার সেবায় বিসিএস ২৪তম ব্যাচ
আর্তমানবতার সেবায় বিসিএস ২৪তম ব্যাচ।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশ জুড়ে চলছে লক ডাউন। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কেউ কেউ রয়েছেন অভুক্তও। তবে এমন অসহায় অভুক্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিসিএস ২৪ তম ব্যাচের সদস্যরা।

বিসিএস ২৪তম ব্যাচের পক্ষ থেকে বলা হয়, দেশের যে কোন প্রান্তে কেউ যদি অভুক্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে চান তারা। তাই নিম্নের দেওয়া ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা বিভাগ:০১৭১৪০৮২৭৬৯ রাজশাহী বিভাগ:০১৭৬১৪৯১২২২ বরিশাল বিভাগ:০১৭১৫৬৭৬৮৭৫ খুলনা বিভাগ:০১৭১১২৩৫৬২৮

 

ময়মনসিংহ:০১৭১৬৩০৫২১০ রংপুর বিভাগ:০১৭২৬৮৯১০৪৪ সিলেট বিভাগ:০১৭১৬৪২৬১২০ চট্টগ্রাম বিভাগ:০১৭৪৮৯৮৪১৯৪

আর্তমানবতার সেবায় বিসিএস ২৪তম ব্যাচ

দেশের বিভাগীয় শহরগুলোর জন্য আলাদা আলাদা ফোন নম্বরও দিয়েছেন তারা। অভুক্তদের সন্ধান দিতে যে কেউ এসব নম্বরে যোগাযোগ করতে পারেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: