ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুটি স্থানে আজ সোমবার সকালে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
সকালে ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে চারটি ভিন্ন জায়গায় পরপর বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রতিটি স্থানে মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে।
মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’ অফিসে হামলা:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতরে ও সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন,
“সকাল ৭টা ১০ মিনিটের দিকে দুইজন মোটরসাইকেলে এসে প্রবর্তনার ভেতরে ও রাস্তায় ককটেল ছুড়ে পালিয়ে যায়। কেউ হতাহত হয়নি, আমরা ঘটনাটি তদন্ত করছি।”
মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে:
ভোর ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন,
“ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।”
ধানমন্ডির দুটি স্থানে বিস্ফোরণ:
ধানমন্ডি ২৭ নম্বর মাইডাস সেন্টার ও ধানমন্ডি ৯ নম্বর ইবনে সিনা হাসপাতালের সামনে মোট চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৬টা ৪৫ থেকে ৭টার মধ্যে পরপর এই বিস্ফোরণ ঘটে, তবে কেউ আহত হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপারেশন) জানিয়েছেন,
“সব স্থানে বোমা নিষ্ক্রিয় ইউনিট ও সিআইডি টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”
SEO কিওয়ার্ড সাজেশন:
ঢাকা ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুর প্রবর্তনা, মিরপুর গ্রামীণ ব্যাংক, ধানমন্ডি বিস্ফোরণ, ডিএমপি সংবাদ, বিস্ফোরণ তদন্ত
মেটা ডিসক্রিপশন:
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডিতে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ হতাহত না হলেও ঘটনাগুলো তদন্তে নেমেছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: