odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

শম্ভুগঞ্জ জিকেপি কলেজে ছাত্রীকে পছন্দ করা কেন্দ্র করে সংঘর্ষ, কলেজ বন্ধ ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৫ ০৯:১০

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৫ ০৯:১০

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কী ঘটেছিল

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করতেন। কিন্তু একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করলে শুরু হয় দ্বন্দ্ব।
এই বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী কলেজ চত্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা দ্রুত দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ ও পুলিশের হস্তক্ষেপ

একপর্যায়ে উভয় বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা কলেজের টিনশেড সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ ও পুলিশের বক্তব্য

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন,

“উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন,

“এক মেয়েকে দুজন পছন্দ করার মতো তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।”



আপনার মূল্যবান মতামত দিন: