odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫
আমাজনের গোলাপী ডলফিনের চুরি, বিপদ এবং তাদের বাঁচানোর জন্য স্থানীয় সম্প্রদায় ও বিজ্ঞানীদের উদ্যোগ

পিংক রিভার ডলফিন: বিপন্নতা ও মানুষের সংরক্ষণ প্রচেষ্টা

Special Correspondent | প্রকাশিত: ১০ November ২০২৫ ২৩:০৭

Special Correspondent
প্রকাশিত: ১০ November ২০২৫ ২৩:০৭

নিউজ ডেস্ক

আমাজনের কাঁচা জলের রাজ্যকে কেন্দ্র করে এক চমকপ্রদ ঘটনা ধরা পড়েছে। পিংক রিভার ডলফিনদের মাছ চুরির দৃশ্য। তবে এদের কেবল চুরি নয় তারা এই পরিবেশের স্বাস্থ্য নির্দেশকও। এক সঙ্গে কমিউনিটি অংশগ্রহণ ও বৈজ্ঞানিক উদ্যোগ তাদের সংরক্ষণে নতুন আশার আলো দেখাচ্ছে। ২০২৩ সালের সূর্যাস্তের সময়ে ব্রাজিলের রিও নেগ্রো নদীতে পানির নিচে প্রবেশ করেন ফটোগ্রাফার থমাস পেসচাক। মাছ ধরার জালে হঠাৎ একটি গোলাপী রঙের ডলফিনের আবির্ভাব ঘটে। এই আমাজনের পিংক রিভার ডলফিন জাল ছিদ্র করে ক্যাটফিশ চুরি করতে শুরু করে। পেসচাক বলেন, তারা অত্যন্ত চতুর এবং জালে নিখুঁতভাবে নেভিগেট করতে পারে। তারা সত্যিই ‘মাস্টার চোর’। এই ঘটনা ফটোগ্রাফি মাধ্যমে প্রথমবারের মতো পানির নিচে ক্যামেরাবন্দি করা হয়েছে। ডলফিনদের এই আচরণ মূলত জালের শব্দ এবং মাছ ধরার নৌকার সঙ্গে সংযুক্ত খাবারের সংযোগের ফল। পিংক রিভার ডলফিন বা স্থানীয়ভাবে ‘বটো’ এর দৈর্ঘ্য ২.৫ মিটার পর্যন্ত এবং ওজন ২০০ কেজি হতে পারে। এরা সবচেয়ে বড় মিঠা জলের ডলফিন। কিন্তু শিকার জালে ধরা পড়া দূষণ ও খরা সহ নানা কারণে বিপন্ন।

ফার্নান্দো ত্রুজিলো দক্ষিণ আমেরিকার নদী ডলফিন গবেষক ও ওমাচা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন: প্রতি বছর মাত্র কলম্বিয়ার একটি অঞ্চলে ৭০০ ডলফিন মারা যায় জালের কারণে। সংস্থাটি স্থানীয় কমিউনিটি ও মাছ ধরার সঙ্গে কাজ করে ডলফিনদের স্বাস্থ্য পরীক্ষা, জাল থেকে মুক্তি এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সংরক্ষণের কাজ করছে। উদ্যোগের অংশ হিসেবে স্থানীয়রা দায়িত্বশীল ডলফিন পর্যটক হিসেবে প্রশিক্ষণ পাচ্ছে। এছাড়া, ‘পিঙ্গার’ নামক ডিভাইস ব্যবহার করে জালে ডলফিন দূরে রাখা হচ্ছে যার ফলে মাছ ধরার ক্ষতি ৪০% কমেছে। আমাজনের টাপাজোস এলাকার মাছ ধরার Elias Correia da Silva জানান, প্রকল্পের আগে আমরা ডলফিনকে বন্ধু ভাবতাম না কারণ তারা আমাদের মাছ খেত। এখন আমরা সবাই মিলেই বাস করতে শিখেছি  ডলফিন তাদের মাছ পাবে, আমরা আমাদের খাবার। থমাস পেসচাকের মতে, পিংক রিভার ডলফিন আমাদের সবচেয়ে বৈচিত্র্যময় মিঠা জলের পরিবেশের প্রতিনিধি। তারা আমাদের বুঝিয়ে দেয় আমাজন নদীর বাস্তুসংস্থান কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নাজুক।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: