odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে জীবানু নাশক স্প্রে কার্যক্রম

ahsanul islam | প্রকাশিত: ৯ May ২০২০ ১০:১৮

ahsanul islam
প্রকাশিত: ৯ May ২০২০ ১০:১৮

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ধর্মপ্রান মুসল্লিদের রক্ষার্থে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জীবানু নাশক স্প্রে কার্যক্রম চালানো হয়েছে। গত শুক্রবার ৮ মে জৈনসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ দেওয়ান মেননের উদ্যোগে জুম'আ পূর্বে উপজেলার জৈনসার ইউনিয়নের বিভিন্ন মসজিদে জীবানু নাশক স্প্রে কার্যক্রম চালানো হয়। মসজিদের নামাজ আদায়ে সরকারী আদেশ মেনে মুসুল্লীদের সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করা নিশ্চিত করা হয়। সেই সাথে বিভিন্ন মসজিদের গেটে ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা দূরত্ব বজায় রেখে আগত মুসুল্লিদের শরীরেও জীবানু নাশক স্প্রে করেন। মসজিদে আগত মুসল্লীরা তাদের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। জীবানু নাশক স্প্রে কার্যক্রমে অংশগ্রহণ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও বিক্রমপুর মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ যায়িদ হাসান দেওয়ান, জৈনসার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কার্য নিরবাহি সদস্য নিসাদ শেখ, সাগর শেখ, ৮নং ওয়ার্ড সাধারন সম্পাদক কাইয়ুম হাওলাদার প্রমূখ#



আপনার মূল্যবান মতামত দিন: