odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ May ২০২০ ০২:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ May ২০২০ ০২:৩০

 

ঢাকা, ১৪ মে, ২০২০  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক আনিসুজ্জামানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষা ক্ষেত্রে এক উজ্জ্বল জ্যোতিষ্ককে হারালো।’
শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে জাতি তার অবদান চিরদিন স্মরণ রাখবে।
তিনি বলেন, ‘তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের ছেলে আনন্দ জামান জানান, অধ্যাপক আনিসুজ্জামান আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়ছিল ৮৩ বছর।
তিনি জানান, হার্ট ও কিডনির জটিলতার পাশপাশি অধ্যাপক আনিসুজ্জামান রক্তে সংক্রমণ জনিত জটিলতায় ভুগছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: