odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে মামলা উঠিয়ে নিতে বাদী পক্ষকে হুমকির অভিযোগ! রহস্যজনক ভাবে আসামী ধরতে ব্যর্থ পুলিশ!

ahsanul islam | প্রকাশিত: ১০ June ২০২০ ০২:০৭

ahsanul islam
প্রকাশিত: ১০ June ২০২০ ০২:০৭

সিরাজদিখানে মামলা উঠিয়ে নিতে বাদী পক্ষকে হুমকির অভিযোগ! রহস্যজনক ভাবে আসামী ধরতে ব্যর্থ পুলিশ!

মোহাম্মদ রোমান হাওলাদার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এনামুল হাসান (২২), কামরুল হাসান (২৮) ও শাহিদা বেগম (৪৫) গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের কর্তা হাফেজ মফিজুল হক বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুল হাকিম ওরফে হাইক্কা সরকার (৩৫) কে প্রধান আমাসীসহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর গত পহেলা জুন নিয়মিত মামলা রুজু করা হয়। যার নং-০১। মামলা হওয়ার ১০ দিনেও রহস্যজনক ভাবে মামলার কোন আসামী ধরা পরে নি। এছাড়া আসামীদের ধরতে থানা পুলিশের তৎপরতা নেই বললেই চলে। অপরদিকে মামলার এজাহার নামীয় আসামীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তোলেন বাদী পক্ষের লোকজন। এমনকি মামলা উঠিয়ে নিতে বাদী পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার ভিকটিম কামরুল হাসান বলেন, সুবল চন্দ্র পাল গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে কোর্টে মামলা চলছিলো। কোর্ট সেসব মামলার রায় আমাদের পক্ষে দেন। পরে তারা আপিল করে। আপিলেও আমাদের পক্ষে রায় হয়। তারা মামলার রায় না পেয়ে আব্দুল হাকিম ওরফে হাইক্কা সরকারকে তাদের সাথে নিয়ে আমাদের বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো এবং আমাদের সম্পত্তি দখলে নিতে আমাদের পরিবারের কোন একজনকে খুন করার হুমকিও দিচ্ছিলো তারা। সম্পত্তির বিষয়ে থানায় সাধারণ ডাইরী করে বাড়ীতে ফেরার পর গত ২৯ মে শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল হাকিমকে দিয়ে ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে আমাদের ঘরে ঢুকে আমি, আমার ভাই, আমার মা বাবাকে কুপিয়ে জখম করে অজয়, সমিরন ও জয় চন্দ্র পালসহ বেশ কয়েকজন। পরে আমার বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। এখনো একটাও আসামী ধরতে পারেনি পুলিশ। আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে আমাদের। প্রশাসনের দৃষ্টি আকর্শণ করে বলবো, আসামীদের গ্রেপ্তার করে সঠিক বিচার যেন করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার ওসি অপারেশন আজিজুল হক হাওলাদার জানান, আমি ছুটিতে আছি। কালকে থানায় আসবো। তারপরেই ব্যাবস্থা গ্রহন করছি।



আপনার মূল্যবান মতামত দিন: