odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ওসমান গণি তালুকদারের করোনা শনাক্ত।

ahsanul islam | প্রকাশিত: ১০ June ২০২০ ২৩:১৭

ahsanul islam
প্রকাশিত: ১০ June ২০২০ ২৩:১৭

লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ওসমান গণি তালুকদারের করোনা শনাক্ত।

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃলৌহজং উপজেলার পরপর তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো:ওসমান গণি তালুকদারের করোনা শনাক্ত হয়েছে,১০ জুন বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

করোনাকালে তিনি স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা রাখেন। সরকারি ত্রাণের পাশাপাশি তিনি ব্যক্তিভাবে দেড় টনেরও বেশি চাল বিতরণ করেছেন করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে।নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ মাক্স ও পিপিই বিতরণ করেছেন।সমাজসেবামূলক কাজ করতে তিনি ছুটে গেছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

সংস্পর্শে এসেছেন নানা শ্রেণি পেশার মানুষের,তার ধারণা ত্রাণ বিতরণ করতে গিয়েই তিনি করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছেন। মঙ্গলবারও লৌহজংয়ে স্থানীয় সাংসদের সাথে কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করেন। তখনও তিনি জানতেননা তাঁর করোনা পজেটিভ।

তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে  আবারো জনসেবায় কাজ করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: