টঙ্গীবাড়ীতে ১৩৫ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ahsanul islam |
প্রকাশিত: ২৪ August ২০২০ ০৬:৩৪
ahsanul islam
প্রকাশিত: ২৪ August ২০২০ ০৬:৩৪
টঙ্গীবাড়ীতে ১৩৫ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে হযরত আলী মোড়ল এর ছেলে মোঃ ওমর ফারুক (২৮)কে ১৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।আসামী ওমর ফারুক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ।
জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কান্দাপাড়া গ্রাম এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে
উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক ১৫.৩৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: