odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে করোনা মহামারীতে বিক্রমপুর রক্তদান সংস্থার চাঁদা উঠিয়ে বিলাসী বর্ষপূর্তি উদযাপন ।

ahsanul islam | প্রকাশিত: ১১ September ২০২০ ২২:৩০

ahsanul islam
প্রকাশিত: ১১ September ২০২০ ২২:৩০

সিরাজদিখানে করোনা মহামারীতে বিক্রমপুর রক্তদান সংস্থার চাঁদা উঠিয়ে বিলাসী বর্ষপূর্তি উদযাপন ।

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা মহামারীতে বিক্রমপুর রক্তদান সংস্থা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা উঠিয়ে লক্ষাধিক টাকা খরচ করে মধ্যাহ্নভোজ, দুটি বৃক্ষরোপণ ও আলোচনা সভা মধ্য দিয়ে তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করি। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা আশফিকুন নাহার। বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবক বাইজিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, বিডি ক্লিন মুন্সিগঞ্জ সমন্বয়ক অনিক পাল পার্থ, সহকারী সমন্বয়ক মোঃ আল আমিন, ডা. দেবব্রত ঘোষ সমীর, এডভোকেট সানজিদা রহমান শেলী, সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন একজন শুভঙ্কর কুন্ডু, মাহমুদ হাসান, মিথিলা, মো. শাহাদাত সরকার, উজ্জ্বল, সবুজ, মারুফ, আল-আমিন, সোহাগ, নয়ন, লিম, দিপু প্রমুখ। অনুষ্ঠানের শেষে ৫টি ডায়াগনস্টিক সেন্টার ৫টি সংগঠন ও প্রধান অতিথি, বিশেষ অতিথি দের ক্রেস্ট প্রদান করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন: