odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত। 

ahsanul islam | প্রকাশিত: ১৫ September ২০২০ ০২:১২

ahsanul islam
প্রকাশিত: ১৫ September ২০২০ ০২:১২

সিরাজদিখানে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত। 

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ ই সেপ্টেবর  উপজেলার কোলা ইউনিয়নের জিপসরা গ্রামে বিকল্প যুবধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টুর ব্যাবস্থাপনায় তার নিজ বাড়িতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল সেবা দেয়া হয়। এসময় প্রায় অর্ধশতাধিক রোগীকে পরিবার পরিকল্পনার সেবা, গর্ভ কালিন সেবা সহ বিভিন্নরকম সাস্থসেবা ও ফ্রী ঔষধ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পড়িবার পরিকল্পনার কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, সহকারী পড়িবার পরিকল্পনার কর্মকর্তা মো. জাকির হোসেন, পরিদর্শক মো. রাজিব হোসেন, মান্নান হাওলাদার, এফডাব্লিউভি পারভীন আক্তার ও অফিস সহকারী মোঃ সিয়াম প্রমুখ।

এসময় সাইফুল ইসলাম মিন্টু বলেন, আমার ব্যক্তিগত যায়গা থেকে কমিউনিটি ক্লিনিকের জন্য ৮ শতাংশ যায়গা সরকার কে দান করবো যেখানে আমাদের এলাকার লোকজন বিষয়ে করে মা ও শিশুরা চিকিৎসা সেবা পাবেন॥কারন কোলা ইউনিয়নে কোন কমিউনিটি ক্লিনিক না থাকায় মানুষে সাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: