odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

মুন্সীগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল এসোশিয়েশনের যাত্রাশুরু।

ahsanul islam | প্রকাশিত: ২৬ September ২০২০ ০৫:১১

ahsanul islam
প্রকাশিত: ২৬ September ২০২০ ০৫:১১

মুন্সীগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল এসোশিয়েশনের যাত্রাশুরু।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল এসোশিয়েশনের যাত্রাশুরু

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)বিকালে মুন্সীগঞ্জ নিউজ ডট কমের মাঠপাড়া কার্যালয়ে মুন্সীগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল এসোশিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক এ্যাড সোহানা তাহমিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ নিউজ ডট কমের সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ শাখার সভাপতি সামছুল হুদা হিটু, সভাপতিত্ব করেন এমসিটিভির সম্পাদক আব্দুস সালাম।

মুন্সীগঞ্জ নিউজ ডট কমের সম্পাদক মোহাম্মদ সেলিমকে সভাপতি, গজারিয়া নিউজ ডট কমের সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এসএম ওয়াল্ডের সম্পাদক মো. হোসেন সোহেল এবং দেশবাংলা নিউজ. টিভির সম্পাদক মোঃ নাছির উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম (এমসিটিভি), জামাল মন্ডল (মুন্সীগঞ্জের কন্ঠ), মোহাম্মদ আলী রুবেল (মুন্সীগঞ্জের আলো), তৈয়ব হোসেন শেখ (মুন্সীগঞ্জ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন (জনজীবন২৪), নাছির উদ্দিন (গজারিয়া২৪), দপ্তর সম্পাদক মোঃ রাসেল ফরাজী (এনসিসি নিউজ বিডি ডট কম), প্রচার হামিদুল ইসলাম লিংকন (আমাদের বিক্রমপুর), তথ্য ও আইসিটি সম্পাদক হোসনে হাসানুল কবির ( ডেইলি মুন্সীগঞ্জ) মহিলা বিষয়ক সম্পাদক নূপুর রহমান (জনজীবন২৪), ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কামাল (নিউজ অব মুন্সীগঞ্জ), ধর্ম সম্পাদক আবু সাইদ দেওয়ান সৌরভ (আজকের মুন্সীগঞ্জ),কার্যকরী সদস্য- ফিরোজ শাই, খোরশেদ আলম, নাজমুল মোল্লা, জাফর মিয়া, তাইজুল ইসলাম উজ্জল, শাহ আলম নিতুল, কাজী বিপ্লব, আব্দুল্লাহ আল মাসুদ, আদিবা সুলতানা, সাখাওয়াত হোসেন মানিক, আনোয়ার হোসেন।

উপদেষ্টা মন্ডলী- দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক এ্যাড, সোহানা তাহমিনা, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ, অলোক মিত্র, মোঃ জিয়াউর রহমান জীবন ।



আপনার মূল্যবান মতামত দিন: