odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে বাল্য বিয়ের দায়ে উভয় পক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা

ahsanul islam | প্রকাশিত: ২৮ September ২০২০ ০৬:১০

ahsanul islam
প্রকাশিত: ২৮ September ২০২০ ০৬:১০

সিরাজদিখানে বাল্য বিয়ের দায়ে উভয় পক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

 

মন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্য বিবাহ দেওয়ার দায়ে বর ও কনে উভয় পক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। রবিবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাবিবর সাজ্জাদ এ জরিমানার অর্থ আদায় করেন।

জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মো.আলমগীর মোল্লার সহ যোগীতায় উপজেলার বাসাইল ইউনিয়নের টুলবাসাইল গ্রামের আমির হোসেনের ১৬ বছরের কিশোরীকে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মো.জন্টু এর ছেলে মো.কাউছার আলম এর সাথে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পুর্ব কোলা গ্রামে নানা বাড়ী নিয়ে রবিবার বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাবিবর সাজ্জাদ বিকেলে কিশোরীর নানা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন । এ সময় ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবকেকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ।

পরে উভয় অভিভাবকের কাছ থেকে ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পযন্ত বিয়ের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: