odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  গণমাধ্যম কর্মীদের মতবিনিময়।

ahsanul islam | প্রকাশিত: ২৯ September ২০২০ ০৯:৫৪

ahsanul islam
প্রকাশিত: ২৯ September ২০২০ ০৯:৫৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  গণমাধ্যম কর্মীদের মতবিনিময়।

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সাথে মত বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা।

সোমবার (২৮সেপ্টেম্বর) সিরাজদিখান উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিরাজদিখান উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সিরাজদিখান উপজেলার প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ইমতিয়াজ বাবুল ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের নেতৃত্বে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণমাধ্যম কর্মীরা।

এ সময়  নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের  বলেন,এ উপজেলায় যে কোন সমস্যা আমাকে জানালে সমাধানের ব্যবস্থা করবো। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।আমি স্বার্থবিহীন সম্পর্ক গড়তে চাই এবং আপনাদের সাথে নিয়েই আমি কাজ করতে চাই এ উপজেলার সার্বিক উন্নয়নে, যাতে কোন মানুষের সমস্য না থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের, সাবেক সভাপতি সামসুজ্জামান পনির,সাবেক সভাপতি নজরুল বাবুল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: