odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

মুন্সীগঞ্জে ধর্ষক হদয় মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন।

ahsanul islam | প্রকাশিত: ৫ October ২০২০ ০১:০৫

ahsanul islam
প্রকাশিত: ৫ October ২০২০ ০১:০৫

 

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ধর্ষকের আস্তানা বাংলায় হবে না,ধর্ষক তুমি জানোয়ার তারাতাড়ি বাড়ি ছার’ এ শ্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জে সোহাগী আক্তার নামের এক ৫ম শ্রেনির শিক্ষার্থীর ধর্ষণ করায় ধর্ষক মোঃ হৃদয় হাসান মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে সড়কে ধর্ষণকারীর বিরুদ্ধে এ মাননবন্ধন করা হয়।ধর্ষক মোঃ হৃদয় হাসান মোল্লা (২২) টঙ্গীবাড়ি উপজেলার চর বেশনাল এলাকার মোঃ আমজাত হোসেনের ছেলে।

এ মানববন্ধনে ধর্ষিতার পরিবার ছাড়াও জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারি হরগঙ্গা কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এতে অংশ নেন। এ সময় তাদের হাতে ধর্ষকের বিরুদ্ধে নানান শ্লোগান ও ব্যানার দিয়ে ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

এসময় মানববন্ধনকারীরা বলেন, এদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধা সব শিশু,মেয়ে ও নারীরা কোথাও নিরাপদ নয়।স্কুল,কলেজ, গির্জা, রাস্তা-ঘাটে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে চলেছে।ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। এসময় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীর ধর্ষক হৃদয় মোল্লাসহ সকল ধর্ষকদের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেন মানববন্ধন কারীরা।

উল্লেক্ষ্য গত ১৫ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী সকালে একাই শিলই এলাকার নানী বাড়ি যাচ্ছিল। দেওয়ানকান্দি ব্রিজের কাছে গেলে আগে থেকে ওত পেতে থাকা ধর্ষক হৃদয় মোল্লা শিক্ষার্থীর হাত মুখ চেপে সিএনজি করে নিয়ে যায়। এদিন বিকেল ৪ টার দিকে বেশনাল কবরস্থানের পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। খবর পেয়ে মেয়ের পরিবার তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। পরে একইদিনে ধর্ষক হৃদয়কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।



আপনার মূল্যবান মতামত দিন: