odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

কামরাঙ্গীরচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ahsanul islam | প্রকাশিত: ৬ October ২০২০ ০৬:৪৩

ahsanul islam
প্রকাশিত: ৬ October ২০২০ ০৬:৪৩

 

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার কামরাঙ্গীর চরে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দুপুর ১ টায় বি এম এ আইডিয়াল স্কুল মিলনায়তনে কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের আয়োজনে এই মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের আহবায়ক মোঃ রবি উল্লাহ চৌধুরির সভাপতিত্ত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের কার্যকরী সদস্য মীর রেজাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের যুগ্ম আহবায়ক শেখ মারোক আহমেদ অনুপম, মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ শারোক আহমেদ, বি এম এ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ  বাকীবিল্লাহ হাবিব, মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মুনিফা আক্তারসহ থানার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়।



আপনার মূল্যবান মতামত দিন: