odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে অটোচালকের লাশ উদ্ধার।

ahsanul islam | প্রকাশিত: ১০ October ২০২০ ০৭:৪৬

ahsanul islam
প্রকাশিত: ১০ October ২০২০ ০৭:৪৬

মোঃ আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ আমানউল্লাহ (৫৫) নামের এক অটোচালকের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।  

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের ঢাকা-নবাবগঞ্জ সড়কের এ এম ইট ভাটার পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় ।

নিহত মোঃ আমানউল্লা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়নের মধুরচর গ্রামের ঝানু মাঝির ছেলে।  

নিহতের স্ত্রী পারভিন বেগম (৩৫) জানান,গত ৮ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে গাড়ি চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে শুক্রবার (৯ অক্টোবর)  সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি আমার স্বামী মারা গেছে।  

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত আমানউল্লাহ কেরানীগঞ্জ এলাকার কিন্তু তার লাশ পাওয়া যায় সিরাজদিখান থানা এলাকায়। লাশের সাথে একটি বিষের শিশি পাওয়া যায়, লাশের সুরাহতাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: