odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

এখনই ব্যবস্থা না নিলে বিলুপ্ত হবে রাখাইন সম্প্রদায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ October ২০২০ ০১:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ October ২০২০ ০১:১৯

 

মিয়ানমারের সেনাবাহিনীর হাত থেকে রাখাইন সম্প্রদায় মুক্তি চায়। তাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশে বসবাসকারী রাখাইন সম্প্রদায়ের সংগঠন রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, হত্যা, লুট ও মানবাধিকার লঙ্গনের সব কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়।

মানববন্ধনে কক্সবাজার, টেকনাফ, বান্দরবনসহ দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের নাগরিকরা অংশ নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকর্ড, ব্যানার ও গায়ে সাদা টি শার্ট পরা ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: