odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

সিরাজদিখানে আইন-শৃখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ahsanul islam | প্রকাশিত: ১২ October ২০২০ ২২:৩০

ahsanul islam
প্রকাশিত: ১২ October ২০২০ ২২:৩০

 

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা আইন-শৃখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১  টায় উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ সাজ্জাত,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান ,এড.তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক,সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল,ক্যাব সাধারান সম্পাদক মো.নাছির উদ্দিন, প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃখলা কমিটির সদস্যরা।

সভায় সিরাজদিখান ক্যাব সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন  যত্রতত্র অবৈধ ড্রেজারের পাইপ বিষয়ে অবহিত করলে বিষয়টি প্রশাসন আমলে নেন এবং খুব শীগ্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম,এছাড়া  বাজার তদারকি বিষটিও আলোচনায় উঠে আসে ।  উপজেলা থানার রোডের যানজট, উপজেলার আইন-শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে দিকে নির্দেশনামুলক আলোচনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: