odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

মুন্সীগঞ্জে ৪ বছরের এক শিশু ধর্ষনের শিকার,ধর্ষক আটক।

ahsanul islam | প্রকাশিত: ১৩ October ২০২০ ০৫:৩১

ahsanul islam
প্রকাশিত: ১৩ October ২০২০ ০৫:৩১

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

(ছবিতে আটক ধর্ষক সিয়াম )

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।

ওই ধর্ষিতা শিশু ১২ অক্টোবর সোমবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার উভয় পক্ষকে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে এনে তাদের বক্তব্য শুনে ধর্ষককে আটক করে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের দিন মজুর এর মেয়ে ধর্ষিতা,গত শনিবার  (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে তাদের প্রতিবেশী সিরাজ বাসারের বাড়িতে অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিলো।

ওই স্থান হতে পার্শ্ববর্তী বাড়ির সাঈদ মুন্সীর মাদ্রাসা পড়ুয়া ছেলে ধর্ষক সিয়াম (১৬) সাইকেলে ঘুরানোর কথা বলে সাইকেলে তুলে ধর্ষিতাকে পাশের নুর মোহাম্মদ শেখের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।

পরে ধর্ষক সিয়াম ধর্ষিতাকে কলা বাগানে একা ফেলে চলে আসতে থাকলে ধর্ষিতা জোড়ে চিৎকার করলে ধর্ষক সিয়াম তাকে কলাবাগান হতে তুলে এনে বাড়ি পৌঁছে দেয়।

পরে ধর্ষিতা অসুস্থ হয়ে পরলে ধর্ষিতার পিতা ঘটনার দিন রাতে দিন মজুরের কাজ করে বাড়ি ফিরে ধর্ষিতার কি হয়েছে জানতে চায়। পরে ধর্ষিতা তার পিতার কাছে সব খুলে বলে।

এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর)  দিনব্যাপী ধর্ষিতার পিতা ওই এলাকার লোকজনের কাছে বিচার চেয়ে ধর্ষক এর পরিবার প্রভাবশালী হওয়ায় সাড়া না পেয়ে ধর্ষিতাকে সোমবার দুপুরে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করলে বিষয়টি প্রসাশনে জানাজানি হয়।

ধর্ষিতা উপজেলার মান্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

ধর্ষক সিয়াম পার্শ্ববর্তী বাড়ৈইপাড়া মাদ্রাসার ছাত্র।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ধর্ষিতা মেয়েটি টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি সম্পর্কে আমাকে অবহিত করেন।

পরে ভিকটিম ও ধর্ষককে খবর দিয়ে অফিসে নিয়ে আসি, ঘটনার বিস্তারিত শুনি।

নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করি ।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুর অর রশিদ জানান,ধর্ষককে আটক করা হয়েছে,ধর্ষকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: