odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অল্পের জন্য বেঁচে গেলো ৩ শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ। 

ahsanul islam | প্রকাশিত: ১৬ October ২০২০ ২২:৪৬

ahsanul islam
প্রকাশিত: ১৬ October ২০২০ ২২:৪৬

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অল্পের জন্য বেঁচে গেলো ৩ শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ। 

এমভি মালেক দরেবেশ-১ নামের লঞ্চটি শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে ডুবে যাওয়ায় উপক্রম হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোস্ট গার্ডের পদ্মা সেতুর কম্পজিট স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। 

কোস্টগার্ড সূত্রে জানা যায়মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ৩ শতাধিক যাত্রী নিয়ে এম ভি মালেক দরবেশ-১ নামের লঞ্চটি মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।  

সকাল পৌনে ৯ টার দিকে লঞ্চটি যখন পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছ দিয়ে যাচ্ছিলতখন নাব্যতা সংকটে লঞ্চটি পদ্মার তলদেশে ঠেকে কাত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়।এসময় আতঙ্কিত হয়ে লঞ্চ যাত্রীরা কান্নাকাটি শুরু করে।আল্লাহর নাম ডাকতে থাকে অনেকেই। 

খবর পেয়ে সাথে সাথে বাংলাদেশ কোস্ট গার্ড পদ্মা সেতু কম্পজিট স্টেশনের সদস্যা দ্রুত সেখানে পৌঁছায়। 

এবং যাত্রীদের উদ্ধার করে অন্য লঞ্চ ও ট্রলারে তুলে দেয়। এতে কেউ হতাহত হয়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: