odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

আকাশপথে করোনার সকল বিধিনিষেধ বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ May ২০২৩ ০৫:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ May ২০২৩ ০৫:১১

করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধি-নিষেধ উঠিয়ে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিধি-নিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এসংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

এর ফলে এত দিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো।আর কারো ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো।

এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন। এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো যাত্রীদের। ২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক। তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: